তারকাদের কাছে জনপ্রিয় টুইটার। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সেলিব্রেটিরা তাদের আপডেট খবরা-খবর ভক্তদের জানান। এই তালিকায় বাদ নেই বলিউড কিং খা শাহরুখও।
এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি ফ্যানদের প্রশ্নের উত্তর দিতে যোগ দিয়েছিলেন শাহরুখ খান। জানুয়ারিতেই আসছে কিং খানে নতুন ছবি ‘পাঠান’। ছবি মুক্তির আগে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর খোশমেজাজেই দিলেন বলিউডের বাদশা। প্রসঙ্গত পাঠান ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকনকে।
হ্যাশট্যাগ ব্যবহার করে ভক্তদের উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়ে দেওয়ার আবেদন করেছিলেন শাহরুখ। সেই সব প্রশ্নে ‘পাঠান’ থেকে শুরু করে উঠে এসেছে টুইটারের সিক্রেট ফিচারের প্রসঙ্গ।
যশ আচারিয়া নামে এক ব্যক্তি শাহরুখকে প্রশ্ন করেন টুইটারে ভয়েস অপশন ব্যবহার করেন না কেন? যা শুনে চোখ কপালে উঠেছে বাদশার।
প্রশ্নের উত্তরে শাহরুখ হিন্দিতে লিখেছেন, ‘এটাও হয়?’
অনেকেই হয়তো জানেন না, টুইটারে সর্বোচ্চ ২৮০ অক্ষরের মধ্যে পোস্ট করা যায় যে কোনও টুইট। কিন্তু এর বাইরে পোস্ট করা যায় ভিডিও অথবা ছবি। কিন্তু এছাড়াও টুইটার স্পেস। যা ব্যবহার করে একসঙ্গে বহু মানুষের সঙ্গে কন্ঠস্বরের মাধ্যমে সরাসরি যুক্ত হওয়া যায়।