রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়ে বিব্রতকর এক বিশ্ব রেকর্ড গড়লেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার হারিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় এই ধনী। তার সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে তাকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।
এর আগে আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিন জানিয়েছিল, ১৮ হাজার কোটি মার্কির ডলারের মতো সম্পদ হারিয়েছেন মাস্ক। তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে, এর পরিমাণ প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার।
এক ব্লগ পোস্টে গিনেস বুক অফ ওয়র্ল্ড রেকর্ডস এও জানিয়েছে, ঠিক কি পরিমাণ সম্পদ হারিয়েছেন মাস্ক, তা নির্দিষ্ট করে তা বলা সম্ভব না। এর আগে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান মাসায়োশি সং ২০০০ সালে ৫ হাজার ৮৬০ কোটি ডলার হারিয়েছিল।
মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩২ হাজার কোটি মার্কিন ডলার। কিন্তু ২০২৩-এর ডিসেম্বরে তা ১৩ হাজার ৭০০ কোটি ডলারে এসে ঠেকেছে। মূল ব্যবসা টেসলার শেয়ারের দর কমাতেই মাস্ককে বিপুল পরিমাণ এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
নভেম্বরে টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার টাকা দিতেই তিনি এই পদক্ষেপ নেন। ডিসেম্বরে ফের ৩৫৮ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন মাস্ক। সবমিলিয়ে গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত টেসলার ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন মাস্ক।
সম্পদ হারিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন মাস্ক। তাকে ছাপিয়ে তালিকায় প্রথমে উঠে এসেছেন বার্নার্ড আর্নো, যিনি বিলাসী পণ্য লুই ব্যুতোঁর কর্ণধার।