চীনা টেক জায়ান্ট রিয়েলমি ২০২১ সালে প্রথমবারের মতো ট্যাবলেট বাজারে আনে। মেমরি কনফিগারেশন খুব একটা ভালো ছিল না সে ট্যাবলেটে। র্যাম এবং স্টোরেজ বাড়িয়ে এবার নতুন ট্যাব বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। যার মডেল রিয়েলমি প্যাড।
রিয়েলমির নতুন ট্যাবলেটে রয়েছে ১০.৪ ইঞ্চি ডিসপ্লে, ডাব্লিউইউএক্সজিএ রেজুলেশন এবং ৮২.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব হবে।
ফটোগ্রাফির জন্যে এই ট্যাবলেটে রয়েছে ৮ মেগাপিক্সেলে রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবটিতে ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা কোয়াড স্টেরিও স্পিকার রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৭,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সিস্টেম।
গোল্ড এবং রিয়েল গ্রে- এই দুই রঙের ট্যাবলেটটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকা।