জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর লাইসেন্স বিক্রি বন্ধ হচ্ছে। চলতি মাসের ৩১ তারিখের পর এই সংস্করণটি আর ডাউনলোড করা যাবে না। এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, ৩১ জানুয়ারির পর উইন্ডোজ ১০ হোম এবং প্রো সংস্করণের লাইসেন্স কেনা যাবে না।
লাইসেন্স বিক্রি বন্ধ হলেও ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নিরাপত্তা আপডেট দিয়ে যাবে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীরা স্পাইওয়্যার, ভাইরাসসহ অন্যান্য ম্যালওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা পাবেন।
মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০-এর কোনো সংস্করণই আর ডাউনলোড করতে পারবেন না।