গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, টুইটারের মতো একাধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। যার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ ভারতীয় কর্মী।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত নভেম্বর থেকে দুই লাখ তথ্যপ্রযুক্তি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ হারিয়েছেন। ছাঁটাইকৃতদের মধ্যে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় কর্মী। তাদের মধ্যে বেশির ভাগ যুক্তরাষ্ট্রে চাকরি করছেন এইচ-১ বি ভিসায়।
বিদেশি তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো অনুমোদন দেয় এইচ-১বি ভিসা। এই ভিসার মাধ্যমে চীন, ভারতের মতো দেশ থেকে প্রতি বছর প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করে মার্কিন সংস্থাগুলো। যারা চাকরি হারিয়েছেন তারা ৬০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে তাদের ভিসা বাতিল হয়ে যাবে। ফিরে যেতে হবে দেশে।
এ বিষয়ে সিলিকন ভ্যালির উদ্যোক্তা অজয় জৈন ভুতোরিয়া ওয়াশিংটন পোস্টকে বলেন, যারা চাকরি হারাচ্ছেন তাদের মধ্যে এইচ-১বি ভিসায় আসা ভারতীয় কর্মীর সংখ্যা বেশি। এটা খুবই দুর্ভাগ্যজনক। চাকরি হারানোর ৬০ দিনের মধ্যে নতুন কাজ না পেলে তারা দেশ ছাড়তে বাধ্য হবেন।