প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন করপোরেশন বা আইবিএম। বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি, বার্ষিক নগদ অর্থ প্রবাহ লক্ষমাত্রা পূরণে ব্যর্থতায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
বার্তা সংস্থা রয়টার্সকে আইবিএমের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) জেমস কাভানাহ জানান, ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। প্রায় ১ দশমিক ৫ শতাংশ কর্মী ছাঁটাই হচ্ছে। তবে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে।
কোম্পানির প্রাককলন, চলতি বছরে আইবিএমের নগদ অর্থ প্রবাহ হবে ১ হাজার ৫০ কোটি ডলার। এছাড়া পণ্য ও পরিষেবা বিক্রি বাড়বে ১ দশমিক ২ শতাংশ। ২০২২ সালে আইবিএমের নগদ প্রবাহ ছিল ৯৩০ কোটি ডলার। যা ১ হাজার কোটি ডলার লক্ষমাত্রার চেয়ে ৭০ কোটি ডলার কম।