চীনের পর বিশ্ববাজারে উন্মোচিত হতে যাচ্ছে ওয়ানপ্লাস ১১ ফাইভজি ফোন। এরপরই পরবর্তী প্রিমিয়াম ফোন উন্মোচন করবে ওয়ানপ্লাস। যার মডেল ওয়ানপ্লাস ১১আর ফাইভজি। আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে বাজারে আসতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন টিপস্টার মুকুল শর্মা।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ওয়ানপ্লাস ১১আর ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। থাকতে পারে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। এই বিশেষত্ব ফোনটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে।
বর্তমান সময়ে বেশিরভাগ ল্যাপটপে ৮ জিবি র্যামের ব্যবহার হলেও ওয়ানপ্লাস ১১আর ফোনে থাকতে পারে ১৬ জিবি র্যাম।
স্টোরেজ থাকতে পারে ২৬৫ জিবি। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে তিনটি ক্যামেরা। এরমধ্যে প্রাইমারি ক্যামেরায় থাকতে পারে ৫০ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে ফোনটিতে থাকতে পারে ১০০ ওয়াট সুপারভোক চার্জার। ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে ৪৫ থেকে ৫০ হাজার টাকা।