জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত পরিবর্তনের মধ্যে দিয়েই যাচ্ছে মোবাইল ফোন। আকার, ডিসপ্লে, প্রসেসর, র্যাম, স্টোরেজ, ক্যামেরা, অপারেটিং সিস্টেম সব কিছুই উন্নত হয়েছে। পাশাপাশি গ্রাহকদের চাহিদায়ও পরিবর্তন এসেছে। ২০২২ সালের শেষ প্রান্তিকে স্মার্টফোনের চাহিদার নানা বিষয়ে জরিপ চালিয়েছে আনটুটু বেঞ্চমার্ক।
জরিপের তথ্যানুযায়ী, বছরের শেষ সময় গ্রাহকদের চাহিদার শীর্ষে ছিল ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজযুক্ত ফোন। এই ধরনের ফোনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
বিশ্লেষকদের দাবি, ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনে আগে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের যে ভার্সন পাওয়া যেত, সেটি এখন সব ক্যাটাগরিতেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে।
পাশাপাশি ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের ফোন গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। ছোট ডিসপ্লের স্মার্টফোনের দিক থেকে ব্যবহারকারীরা বড় ডিসপ্লেই বেশি পছন্দ করছেন।