কনা আই এর অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কনা সফটওয়্যার ল্যাব তাদের নিজেদের এবং ক্লায়েন্টের সফটওয়্যারে প্ল্যাটফর্মকে বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে ওপেনরিফ্যাক্টরি-এর ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার (আইসিআর) কে নির্বাচিত করেছে। ওপেনফ্যাক্টরি-এর আইসিআর কনা সফটওয়্যার ল্যাব -কে তাদের ব্যবহৃত সফটওয়্যার নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং কমপ্লায়েন্স ইস্যুসমূহ নির্ভুলভাবে সনাক্ত করে সব ধরনের সমস্যা সমাধানে সহায়তা করবে।
বাংলাদেশের অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি কনা সফটওয়্যার ল্যাব বিভিন্ন দেশি এবং বিদেশি ক্লায়েন্টদের জন্য সফটওয়্যার তৈরি করে থাকে। ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক একটি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি বেজ্ড ডিপ-টেক স্টার্টআপ, যারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে।
ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক-এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মুশফিক মনজুর, এবং কনা সফটওয়্যার ল্যাব -এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, শাহ আলি নেওয়াজ তপু তাদের নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংক্রান্ত সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করেন।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কনা সফটওয়্যার ল্যাব -এর সিনিয়র ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং হাসান মোহাম্মাদ জাহিদুল আমিন এবং হেড অফ সিস্টেম অপারশেন ও সার্ভিস ডেলিভারি জুলফিকার রহমান । ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক-এর পক্ষ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, এবং এইচআর স্পেশালিস্ট অভিজিৎ বড়ুয়া উপস্থিত ছিলেন ।