দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বাজারে নিয়ে এসেছে শক্তিশালী পোর্টেবল ‘মাইফাই রাউটার’। এর মাধ্যমে দ্রুতগতির ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন গ্রাহক। এই ডিভাইসের মাধ্যমে একসাথে ১০টি ডিভাইস ইন্টারনেটে যুক্ত করা সম্ভব হবে।
আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য এই রাউটারে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। রাউটারের সাথে গ্রাহকরা পাবেন ৭ জিবি ফ্রি ডেটা। যা ৭ দিন ব্যবহারের সুযোগ থাকবে।
বাংলালিংক জানিয়েছে, গ্রাহকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা বেশি পাওয়ার ব্যাকআপের রাউটার নিয়ে এসেছি। এটি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের দ্রুততম ফোরজি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের সেরা অভিজ্ঞতা দেবে।
ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৯৯ টাকা। বাংলালিংক সেন্টার বা বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা দুই বছরের ওয়ারেন্টিযুক্ত রাউটারটি কিনতে পারবেন।