ডাটাসায়েন্স ও মেশিনলার্নিংয়ে দক্ষতা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত দেশের প্রথম ডাটাথন প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে ডাটা বিজ্ঞানী ও ডাটা প্রকৌশলী মিলে মোট ৮৪ জন প্রতিযোগী ২১টি দলে বিভক্ত হয়ে অংশ নেন। এ প্রতিযোগিতার আয়োজন করে সেলফোন অপারেটর কোম্পানি রবি। আয়োজনের ক্লাউড পার্টনার ছিল গুগল এবং কারিগরি সহায়তায় ছিল আজিয়াটা অ্যানালিটিকস।
১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ২০ এপ্রিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রবির হেড অব করপোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন। এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকরা ইনস্টিঙ্কট দলকে বিজয়ী ঘোষণা করেন। দ্বিতীয় স্থান অধিকার করে বেস্ট ফিটেড এবং তৃতীয় স্থান অধিকার করে আউটলায়ারস দল। অন্যদিকে সেরা ডাটা বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন ইশফাক জামান ও নুরেন শামস এবং সেরা ডাটা প্রকৌশলী হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাইফ হোসেন ও পরিমল চন্দ্র।