আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে ওয়ানপ্লাস প্যাডের যাত্রা হয়েছে। ট্যাবলেট ডিভাইস ক্যাটাগরিতে প্রবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পোর্টফোলিও বাড়াবে। সম্প্রতি প্রকাশিত এক টিজার ভিডিওতে ডিভাইসটির বেশকিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে। প্রাথমিকভাবে ওয়ানপ্লাস প্যাডের সঙ্গে ম্যাগনেটিক কি-বোর্ড ও স্টাইলাস পেন থাকতে পারে। খবর গিজমোচায়না।
গ্রাহকের জন্য এটি সুখবর। কেননা সাধারণত ট্যাবলেটের বক্সে কোনো ধরনের অ্যাকসেসরিজ সরবরাহ করা হয় না। প্যাডের বক্সে কি-বোর্ড ও স্টাইলাস পেন থাকার কারণে অন্যদের তুলনায় ওয়ানপ্লাস বাজারে অনেকটা এগিয়ে থাকবে।
টিজার ভিডিওর তথ্যানুযায়ী, ডিসপ্লেতে সাদা রঙের স্টাইলাস ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া ডিভাইসের জন্য চিকলেট ডিজাইনের কি-বোর্ড এবং মিন্ট সবুজ রঙের ট্র্যাকপ্যাডও দেখা গেছে। ভিডিও অনুযায়ী, যে কি-বোর্ডটি দেয়া হয়েছে সেটি ওয়ানপ্লাস ট্যাবের সঙ্গে চুম্বকের মাধ্যমে যুক্ত হয়ে যাবে এবং ব্যবহারকারীরা বিভিন্ন দিকে এটি ঘোরাতে পারবে। এটি অনেকটা আইপ্যাডের ফ্লোটিং ডিজাইনযুক্ত ম্যাজিক কি-বোর্ডের মতো।
ওয়ানপ্লাস প্যাডে পোগো কানেক্টর ও চামড়ার ডিজাইনের ব্যাক প্যানেল রয়েছে। প্যানেলের ওপর একটি ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট রয়েছে। ডিভাইসে থাকা ফ্রন্ট ক্যামেরাটি ডান দিকের বেজেলে অবস্থিত। ডিভাইসের এক পাশে ডলবি ভিশন অ্যাটমসের লোগো এবং স্টাইলাস রাখার জন্য চুম্বকীয় সলটও রয়েছে। এসব তথ্য ছাড়া ওয়ানপ্লাস প্যাডের আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি ও গুঞ্জনের পরিপ্রেক্ষিতে জানা গেছে, ব্র্যান্ডটির প্রথম ট্যাবলেট ডিভাইসে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এছাড়া এতে ৮ হাজার ৬৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে।
ওয়ানপ্লাস প্যাডে ১১ দশমিক ৬ ইঞ্চির ২ দশমিক ৮কে রেজল্যুশনের ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়া এতে এইচডিআর১০প্লাস ও ডলবি ভিশন ফিচারও থাকতে পারে।