এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে (এপিকটা) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে।
আজ বৃহস্পতিবার বেসিসকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে এপিকটার কার্যনির্বাহী কমিটি।
তবে ২০২৩ ও ২০২৪ সালে আসন্ন এপিকটা’র মূল আসরে বাংলাদেশ থেকে কোন প্রতিযোগি অংশ নিতে চাইলে এই নিষেধাজ্ঞা তাদের জন্য প্রযোজ্য হবে না। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগিদের স্বাগত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে গেল ডিসেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত এপিকটা’র মূল পর্বে নিবন্ধন করেও বাংলাদেশ থেকে কোন প্রতিনিধি পাঠায়নি বেসিস। ৪৩টি প্রতিবেদন জমা পড়লেও কোন প্রতিযোগি বা বিচারক বাংলাদেশ থেকে সেই আসরে ছিলেন না। এমন প্রেক্ষাপটে গত ৩ জানুয়ারি বেসিস’কে কারণ দর্শানোর নোটিশ দেয় এপিকটা।
পাকিস্তানে না যাওয়ায় বেসিসকে হুমকি! সেই চিঠিতেই বেসিস’কে নিষিদ্ধ করা হতে পারে সতর্কতা দেওয়া হয়েছিল। নিজেদের বক্তব্য উপস্থানে সেই চিঠিতে ১৪ দিনের সময় দেওয়া হয় এপিকটা সচিবালয় থেকে। গেল ১৭ জানুয়ারি বেসিস এপিকটা’র কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়।
সেই জবাবের মূলায়ন শেষে বেসিস’কে নিষিদ্ধ করে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে এপিকটা কর্তৃপক্ষ।