বর্তমান সময়ে স্মার্টওয়াচ ও স্মার্টব্যান্ডে বিভিন্ন ধরনের ফিচার থাকে। এগুলোর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত কিছু বিষয়ও রয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক এসপিওটু ফিচার বর্তমানে বহুল প্রচলিত। এবার রক্তচাপ পরিমাপক সেন্সর ব্যবহারে প্যাটেন্ট আবেদন করেছে ফিটবিট। খবর গিজমোচায়না।
২০২১ সাল থেকে রক্তচাপ পরিমাপে গতানুগতিক ধারার পদ্ধতি পরিবর্তনে গবেষণা কার্যক্রম গ্রহণ করে। সে সময় যুক্তরাষ্ট্রে ফিটবিট সেন্সের কয়েকজন ব্যবহারকারীকে নিয়ে গবেষণা পরিচালনা করা হয়। গবেষণায় পালস অ্যারাইভাল টাইম (পিএটি) যাচাইয়ের মাধ্যমে রক্তচাপ পরিমাপের বিষয়টি পরীক্ষা করা হয়। গবেষণার প্রেক্ষিতে গুগল মালিকানাধীন স্মার্টওয়্যার প্রতিষ্ঠানটি রক্তচাপ পরিমাপে নতুন প্রযুক্তি ব্যবহারের প্যাটেন্ট আবেদন করেছে। এটি গৃহীত হলে শিগগিরই নতুন স্মার্টওয়াচে এর ব্যবহার শুরু হবে।
প্যাটেন্ট নথিতে দেখা যায়, ফিচারটির জন্য স্মার্টওয়াচের ডিসপ্লেতে প্রেসার সেন্সর ব্যবহার করা হয়েছে। রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহারকারীকে ডিভাইসে থাকা সেন্সরের ওপর তর্জনী দিয়ে চাপ দিতে হবে। কেননা সে জায়গাতেই মূলত রেডিয়াল ধমনীর অবস্থান। বর্তমানে চিকিৎসা খাতে রক্তচাপ পরিমাপে যে যন্ত্র বা পদ্ধতি ব্যবহার করা হয় এটিও অনেকটা সে রকম। প্যাটেন্ট নথির তথ্যানুযায়ী, সেন্সরে পর্যাপ্ত চাপ প্রয়োগের জন্য ডিসপ্লেতে ব্যবহারকারীকে নির্দেশনা দেয়া হবে। এছাড়া একটি ফটোপ্লেথিসমোগ্রাম সেন্সর (পিপিজি) ব্যবহারকারীর হৃদস্পন্দন পরিমাপ করবে। এটি সিস্টোলিক ও ডায়াস্টোলিক রিডিং সরবরাহ করবে। হৃদস্পন্দনের সময় ধমনীতে যে চাপ তৈরি হয় সে সংক্রান্ত তথ্য হচ্ছে সিস্টোলিক। আর প্রতি স্পন্দনের সময় যে ব্যবধান বা বিশ্রাম সময় তার তথ্য থাকে ডায়াস্টোলিকে।