চার্জার ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে সোলার মোবাইল চার্জার। এর সাহায্যে সৌরশক্তিতেই চার্জ দেয়া যাবে মোবাইলের ব্যাটারি।
তাড়াহুড়োয় বাড়ি থেকে বের হওয়ার সময় চার্জার নিতে ভুলে যাওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। তখন আবার বাড়িতে দৌড়াতে হয় চার্জারের জন্য। কখনো কখনো সময় স্বল্পতায় তা আর করা হয়ে ওঠে না। তখন মোবাইল নিয়ে একপ্রকায় চিন্তায় পড়ে যান ব্যবহারকারীরা।
এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে সোলার মোবাইল চার্জার। এর সাহায্যে সৌরশক্তিতেই চার্জ দেয়া যাবে মোবাইলের ব্যাটারি। এটি ব্যবহারে দরকার পড়ে না বিদ্যুতের। সূর্যের আলোতেই ব্যাটারি চার্জ করা যাবে। জেনারেটর কিংবা ইনভার্টারের আলাদা করে কোনো প্রয়োজন পড়বে না। এর ফলে বিদ্যুৎ বাঁচানো সহজ হবে অনেক।
মূলত অনলইন বিভিন্ন প্লাটফর্মে মিলবে এই চার্জার। দাম ৫০০ টাকা থেকে শুরু। কনফিগারেশনের ওপর ভিত্তি করে এর দাম নির্ধারিত হয়।
এই চার্জারের বিশেষত্ব
বাড়িতে হঠাৎ লোডশেডিং কিংবা ভোল্টেজ কম থাকলে সোলার চার্জারের সাহায্যে মোবাইল চার্জ করা যায়। চার্জ দেয়ার আগে চার্জারটিতে পরিপূর্ণ চার্জ থাকতে হবে। দিনে সূর্যের আলোয় মোবাইল ফোন চার্জ করে নেয়া যাবে।