দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এই প্রথম স্মার্টওয়াচে প্রজেক্টর নিয়ে আসছে। বিশ্বে এই প্রথম স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে স্যামসাং।
স্মার্টওয়াচে প্রজেক্টর সংযুক্ত করে ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করতে কাজ করছে কোরিয়ার এই টেক জায়ান্ট। অনেক আগেই প্রতিষ্ঠান প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে। সেই ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল।
পেটেন্ট অনুযায়ী, আপকামিং ডিভাইসটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টওয়াচ ব্যবহারকারীর হাতের কব্জিতে থাকা স্মার্টওয়াচে প্রজেকশন করতে পারবেন।
আপকামিং স্মার্টওয়াচে প্রজেক্টর লেন্স ব্যবহৃত হয়েছে। যা আলো প্রক্ষেপন করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচ দেখা যায়।
স্যামসাং জানিয়েছে, ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভিতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্যতা করতে সক্ষম হবে। শিগগিরই স্যামসাং তাদের স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।