বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ফেসবুকের পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রহণযোগ্যতা ব্যাপকহারে বেড়েছে। তাদের মধ্যে বেশিরভাগরেই সময় কাটে ইনস্টগ্রামে। একটু সময় পেলেই পকেট থেকে মুঠোফোন বের করে ইনস্টাগ্রাম রিল দেখতে ব্যস্ত হয়ে পড়েন, অনেকে ব্যস্ত হয়ে পড়েন রিল তৈরিতে। বর্তমানে রিল যেন তরুণ প্রজন্মের কাছে নেশা হয়ে গেছে।
বাড়ির ছাদ, রেস্তোরা, সমুদ্র সৈকত, গাড়ি, শোবার ঘর; সব জায়গায় রিল বানাচ্ছেন তরুণ-তরুণীরা। কেউ বানাচ্ছেন শখের বসত আবার কেউ বানাচ্ছেন পরিচিতি লাভের জন্য। অনেকে রিল বানিয়ে হতাশায় পড়েন। তাদের রিল বেশি মানুষের কাছে পৌঁছায় না।
রিল নিয়ে বেশিরভাগ মানুষেরই একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করেন ইনস্টাগ্রাম সেলিব্রেটিদের রিল বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে বিষয়টি মোটেও এরকম নয়। ইনস্টাগ্রামে ফলোয়ার ৫০ হোক আর ৫০ লাখ হোক না কেন ইনস্টাগ্রামের অ্যালগরিদম সবার জন্যই সমান। তবে কী কী বিষয় অনুসরণ করলে আপনার রিল বেশি মানুষের কাছে পৌঁছাবে তার কিছু পরামর্শ নিচে দেয়া হলো।
ট্রেন্ডিং গান ব্যবহার:
ইনস্টাগ্রামে রিল তৈরি করুন সেই সব গানে যা সেই মুহূর্তে ট্রেন্ডে রয়েছে। তবে সেই গানে অন্য কোনও ধারণা বা কনসেপ্ট নিয়ে আসতে পারলে তবেই আপানার পোস্টের রিচ এবং ভিউ বাড়বে।
ভাষায় সতর্কতা:
কেবল বাংলা গানের উপরে রিল তৈরি করলে কিন্তু আপনার রিলের রিচ বাড়বে না! হিন্দি, ইংরেজি গানে রিল তৈরি করলে আপনার রিল অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। ফলে আপনার ফলোয়ার সংখ্যাও বাড়বে। যেসব সুর খুব ট্রেন্ডিং, তার উপরেও রিল বানাতে পারেন। সেই রিল তথ্যমূলকও হতে পারে কিংবা বিনোদনমূলকও হতে পারে।
ভিডিওতে ক্যাপশনের ব্যবহার:
আপনি যখন কোনো তথ্যমূলক ভিডিও শুট করবেন তখন ভিডিওতে ক্যাপশন ব্যবহার করুন। ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে দর্শক সেটি বেশি পছন্দ করে।
সব বৈশিষ্ট্যের ব্যবহার:
ইনস্টাগ্রাম সেই ভিডিওগুলো বেশি বুস্ট করে যেগুলোতে ইনস্টাগ্রামের সব ফিচার ব্যবহার করা হয়। ফলে ভিডিওতে পোল, এসএফএক্স, ফিল্টার, গান, ক্যাপশন, স্টিকার বেশি করে ব্যবহার করুন। আপনার রিলেও বেশি ভিউ আসবে। কেবল ইনস্টাগ্রামেই নয়, ফেসবুকেও রিলগুলি শেয়ার করুন।
রিলের সংখ্যা বাড়ান:
অনেকেই মনে করেন ভিডিওর মান যত ভাল হবে, ততই ভিউ আসবে। আর সেই ভিডিও ততই ভাইরাল হবে। তবে একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভাল ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার ওপর মন দিলে আপনার ভিউ বাড়বে। প্রতিদিন একটি করে রিল দিতেই হবে। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের।