ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রা পরিমাপে সাধারণত হাতের আঙুল ছিদ্র করতে হয়। এজন্য নির্দিষ্ট মেশিন ও স্ট্রিপ রয়েছে। প্রযুক্তির উন্নয়নের যুগে স্মার্টওয়াচ ও স্মার্টব্যান্ডে বিভিন্ন ফিচার যুক্ত হয়েছে। এদিক থেকে গ্রাহক ধরে রাখতে ওয়াচে নতুন সব ফিচার যুক্ত করছে অ্যাপল। এর অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্টটি স্মার্টওয়াচে ব্লাড গ্লুকোজ পরিমাপক ফিচার যুক্তে অনেক দূর এগিয়েছে। খবর গিজমোচায়না।
ইনসাইডারের তথ্যানুযায়ী, নো প্রিক মনিটরিং সিস্টেম বা ত্বক ছিদ্র না করে রক্তের শর্করা পরিমাপের পদ্ধতিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ এ পদ্ধতিটি এখন কার্যকর এবং ভবিষ্যতে যেকোনো সময় স্মার্টওয়াচের সঙ্গে এটি চালু করা হবে।
নতুন প্রযুক্তিতে রক্তের শর্করা পরিমাপে লেজার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। এ প্রযুক্তি যে শুধু ডায়াবেটিসের ঝুঁকিতে থাকাদেরই সতর্ক করবে তা নয়, পাশাপাশি টাইপ ২ ডায়াবেিটস নিয়ন্ত্রণে কোনো ব্যবহারকারীর জীবনযাপনে পরিবর্তন আনার প্রয়োজন হলে সে বিষয়েও সতর্ক করবে। ২০১০ সালে অ্যাপল ব্লাড গ্লুকোজ মনিটরিং স্টার্টআপ রেয়ারলাইট অধিগ্রহণ করে।