উইন্ডোজ ১১ তে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিং সার্চ অপশন যুক্ত করেছে মাইক্রোসফ্ট। নতুন আপডেটে এটি যুক্ত করা হয়। উইন্ডোজের টাস্কবারে এটি সংযুক্ত করা হয়। বিং চ্যাট ফিচারের দ্রুত প্রবেশের পাশাপাশি আরও বেশকয়েকটি নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। উইডজেট, স্ক্রিন রেকর্ডিং ফিচার, নোটপ্যাডের ভিতরে ট্যাব ইত্যাদি যুক্ত করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিং একটি বিস্ময়কর সংযোজন যা মাইক্রোসফ্ট উইন্ডোজ ইনসাইডারে পরীক্ষা করেনি। একটি নতুন বিং আইকন টাস্কবারের সার্চ বক্সের মধ্যে যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফ্টের কনজিউমার মার্কেটিং প্রধান ইউসুফ মেহেদি বলেছেন, ‘ভবিষ্যতের জন্য এআই-চালিত উইন্ডোজ নিয়ে আমরা নতুন করে ভাবছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সার্চ বক্সটি অর্ধ বিলিয়নেরও বেশি লোক ব্যবহার করে।’ ম্যানুয়ালি আপডেট আজ (২৮ ফেব্রুয়ারি) চেক করার পর উইন্ডোজ ১১ এর নতুন আপডেটটি পাওয়া যায়। মাইক্রোসফ্ট বলেছে যে, চলতি বছর ১৪ মার্চ মাসিক নিরাপত্তা আপডেটে সকলে এটির সঙ্গে পরিচিত হবেন।