গেমারদের কাছে বেশি রিফ্রেশ রেটের গেমিং মনিটরের জনপ্রিয়তা বেড়েছে। এসব মনিটর ব্যবহারের মাধ্যমে কোনো বাধা ছাড়া সহজেই গেম খেলা যায়। মনিটরের রিফ্রেশ রেট হার্টজের মাধ্যমে পরিমাপ করা হয়। প্রতি সেকেন্ডে স্ক্রিন কয়বার রিফ্রেশ হবে সে বিষয়টি নির্ধারণ করে। এদিক থেকে এবার ৫০০ হার্টজের মনিটর নিয়ে এসেছে এলিয়েনওয়্যার। খবর গিজমোচায়না।
সাধারণ মনিটরে ৬০ হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে গেমিং মনিটরে ৩৬০ থেকে ৫০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকতে পারে। ৫০০ হার্টজকে বেশি মনে হলেও এ খাতে শীর্ষস্থান দখল করতেই নতুন মনিটর এনেছে এলিয়েনওয়্যার। এডব্লিউ২৫২৪এইচ ৫০০ হার্টজ আইপিএস প্যানেলের মনিটরটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
এলিয়েনওয়্যারের নতুন মনিটরটি সাধারণ কোনো মনিটর নয়। এতে উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। এর ন্যাটিভ রিফ্রেশ রেট হচ্ছে ৪৮০ হার্টজ। ওভারক্লকের মাধ্যমে ব্যবহারকারীরা ৫০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাবে। তবে এর রেজল্যুশন ১০৮০ পিক্সেলেই সীমাবদ্ধ। বেশি রিফ্রেশ রেটের মনিটরগুলোতে ব্যান্ডউইডথ সীমাবদ্ধতা থাকায় রেজল্যুশন বাড়ানো সম্ভব হয় না।
অন্যদিকে মনিটরটিতে অ্যান্টি-গ্লেয়ার আইপিএস স্ক্রিন ব্যবহার করায় গেমার পছন্দের শীর্ষে থাকবে। কারণ এটি রঙিন ছবির পাশাপাশি বিভিন্ন দিক থেকে দেখার সুবিধা দেবে। মনিটরটির মূল্য ৮৩০ ডলার। এলিয়েনওয়্যারই প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের মনিটর বাজারে এনেছে। অন্যদিকে আসুস বছরে দ্বিতীয় প্রান্তিকে ৫৪০ হার্টজের মনিটর আনার ঘোষণা দিয়েছে।