কেনিয়ায় প্লে-স্টোর থেকে শতাধিক লোন অ্যাপ সরিয়েছে গুগল। জানুয়ারিতে নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর এ উদ্যোগ নেয়া হলো।
নীতিমালায় পূর্ব আফ্রিকার দেশটিতে লোন প্রদান কার্যক্রম পরিচালনা করতে হলে লাইসেন্স জমা দেয়ার বিধান রয়েছে।
কেনিয়ার ডিজিটাল ক্রেডিট প্রোভাইডারস রেগুলেশনস (ডিসিপি) ২০২২ কার্যকরের প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে মোট কতগুলো অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে পাঁচ শতাধিক অ্যাপ বন্ধ করে দেয়া হয়েছে।