সাম্প্রতিক বছরগুলোয় গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মূলত ডিভাইস বাজারজাতে ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তি সম্পাদিত হচ্ছে।
২০২০ মালে এরলসন হিউজের বার্লিনভিত্তিক অ্যাক্রোনিমের সঙ্গে চুক্তি করে আসুস। এর পরই আরওজি বা রগ জেফিরাস জি১৪-এসিআরএনএম ল্যাপটপ বাজারে আসে। এর সফলতার অংশ হিসেবে এবার আরওজি বা রগ ফ্লো জে-১৩-এসিআরএনএম আরএমটি০২ গেমিং ট্যাবলেট বাজারজাতের কথা ভাবা হচ্ছে। কনসেপ আর্টিস্ট ফিল স্যান্ডার্স এ ডিভাইস ডিজাইনের ধারণা দিয়েছেন। আয়রনম্যান স্যুট তৈরির জন্য তিনি বিখ্যাত।
ডিভাইসটিতে ইন্টেলের কোরটিএম আই৯-১৩৯০০এইচ প্রসেসর ও এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০ জিপিইউ ব্যবহার করা হবে। ফলে গেমিংসহ সব ধরনের কাজই করা যাবে। এতে ১ টেরাবাইট এসএসডি, ৩২ জিবি র্যাম, ৫০০ নিটস উজ্জ্বলকার ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে।
আগামীকাল থেকে আসুসের ইশপ ও অ্যামাজনে ২ হাজার ৪৯৯ ডলার ৯৯ সেন্টে ডিভাইসটি কেনা যাবে।