২০২২ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) উইন্ডোজের জন্য নিয়ারবাই শেয়ার চালুর ঘোষণা দিয়েছিল গুগল। অ্যান্ড্রয়েড ডিভাইস ও কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ারের জন্য এ বেটা ভার্সন চালুর কথা জানানো হয়। সম্প্রতি পরিষেবাটি চালু করেছে গুগল। খবর নাইনটুফাইভগুগল।
উইন্ডোজ ১০-এর পুরনো ও নতুন (৬৪ বিট) ভার্সনের জন্য নিয়ারবাই শেয়ার বেটা ভার্সন চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ডটকম থেকে ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবে। তবে এআরএম সাপোর্টেড নয়—এমন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। নিয়ারবাই শেয়ার ব্যবহারের জন্য কম্পিউটারের ব্লুটুথ ও ওয়াইফাই চালু থাকতে হবে। গুগলের তথ্যানুযায়ী ৫ মিটার বা ১৬ ফিট দূরত্বের মধ্যে ফাইল আদান-প্রদান করা যাবে।
গুগলের বিবৃতি অনুযায়ী, এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে উইন্ডোজ পিসিতে দ্রুত সময়ের মধ্যে ছবি, ভিডিও, ডকুমেন্ট, অডিও ফাইল এমনকি পুরো ফোল্ডারও শেয়ার করতে পারবে। ছবি সম্পাদনার ক্ষেত্রে বা ফোল্ডারের ফাইল গোছানোর জন্য এখন ব্যবহারকারীরা বড় ডিসপ্লে ব্যবহার করতে পারবে।
নিয়ারবাই শেয়ার ইনস্টল করার পর শেয়ারিংয়ের বিষয়গুলো ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে লগইন করতে হবে। যেমন, শুধু নির্দিষ্ট কনটাক্টের মধ্যে শেয়ার করা হবে নাকি সবার সঙ্গে। তবে অ্যাকাউন্ট ছাড়াও পরিষেবাটি নেয়ার সুবিধাও দেবে গুগল।
ডেস্কটপে বা ব্যাকগ্রাউন্ডে চালু থাকাবস্থায় ব্যবহারকারীরা নিয়ারবাই শেয়ার ব্যবহার করতে পারবে। এতে ম্যাটারিয়াল থ্রি ডিজাইন থাকায় যে কেউ ড্র্যাগ অ্যান্ড ড্রপ (ফাইল টেনে এনে অ্যাটাচ করা), ফাইলের ওপর রাইট ক্লিক করে সেন্ড উইথ নিয়ারবাই শেয়ারের মাধ্যমে আদান-প্রদান করতে পারবে। নিজ ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের মাধ্যমে আরো সহজ। দুটি ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আদান-প্রদান করা যাবে। এমনকি স্ক্রিন বন্ধ থাকলেও সমস্যা হবে না।
কোনো ফাইল রিসিভ করার পর ব্যবহারকারী সেটি চালু বা বন্ধ করার অপশন পাবে। গুগল জানায়, নিয়ারবাই শেয়ারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার রয়েছে। ফলে ফাইলের তথ্য সবসময় সুরক্ষিত থাকবে। যুক্তরাষ্ট্রের এ সফটওয়্যার জায়ান্টটির তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু অঞ্চলে প্রাথমিকভাবে নিয়ারবাই শেয়ার চালু করা হচ্ছে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট ও উইন্ডোজ কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ার করা যাবে। ভবিষ্যতে আরো ডিভাইসে ফাইল শেয়ারিংয়ের এ সুবিধা যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, দনবাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেনের ব্যবহারকারীরা এখনো এটি ব্যবহারের সুযোগ পাবে না।