নতুন মিনি কম্পিউটার শিয়াওশিন বাজারজাতের কথা জানিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। এটি ছোট হলেও উচ্চকার্যক্ষমতাসম্পন্ন বলে দাবি প্রতিষ্ঠানটির।
নতুন মিনি কম্পিউটারে ইন্টেলের ১৩ প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ওজনে হালকা ও কভারে ডায়াগনাল স্ট্রাইপ প্যাটার্ন দেয়া হয়েছে।
ডিভাইসের সামনের প্যানেলে ইউএসবি-এ, সি, ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও ইন্টারফেস রয়েছে।
এ কম্পিউটারের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এতে চারটি স্ক্রিন ব্যবহার করা যায়।
তবে ডিভাইসটির বাজারজাত ও দামসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।