বেশ কয়েক বছর ধরে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উন্নয়নচক্র অনুমানযোগ্য একটি প্রবাহে চলছে। সে রেওয়াজ অনুসারেই দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার ‘অ্যান্ড্রয়েড ১৪’র জন্য পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি আত্মপ্রকাশ করেছে কোম্পানিটি।
আগের বিভিন্ন সংস্করণের মতো এই বেটাও প্রথম আত্মপ্রকাশ, যা যে কেউই ইনস্টল করতে পারবেন। তবে, অনুমান বলছে, এর জন্য প্রয়োজন পড়তে পারে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইসের। তবে পিক্সেল ৪-এ এটি কাজ নাও করতে পারে।
তবে, গুগলের বাইরে অন্য ব্র্যান্ডের ফোনগুলোর জন্য কোনো এর আনুষ্ঠানিক সমর্থন চালু হয়নি। ফলে ব্যবহাকারীদের সবসময় মনে রাখা উচিৎ, এগুলো বেটা সংস্করণ হওয়ার পেছনেও যুক্তিসঙ্গত কারণ আছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এগুলো বিভিন্ন এমন অ্যাপ নির্মাতার কথা বিবেচনায় নিয়ে তৈরি হয়েছে, যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা চালিয়ে দেখতে চান ও এর মূল সংস্করণের জন্য যাদের তর সইছে না।
বেশিরভাগ ক্ষেত্রেই এই বেটা সংস্করণে তেমন নতুন কোনো ফিচার নেই। তবে, এর ব্যবহারকারীভিত্তিক দুটি ইউআই আপডেট উল্লেখ করার মতো।
প্রথমটি হলো, নতুন এক ‘ব্যাক অ্যারো’। এই অ্যারো ব্যবহারকারীর ওয়ালপেপার বা থিম মেলাতে সাহায্য করায় একে ‘চমকপ্রদ’ ফিচার হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
অ্যাপ নির্মাতারা এখন অপারেটিং সিস্টেমটির ‘শেয়ারশিটে’ বিভিন্ন কাস্টমাইজড কার্যক্রম যুক্ত করার সুবিধা পাবেন। আর কীভাবে তিনি নিজের শেয়ারিং লক্ষ্যমাত্রা তালিকায় সাজাবেন, সেটি নির্ধারণেও এই শেয়ারশিট এখন আগের চেয়ে বুদ্ধিমান।
এ ছাড়া, নতুন এই সংস্করণে তেমন নতুন কিছু আসেনি। গুগলের আগে ঘোষণা দেওয়া নতুন প্রাইভেসি সেটিংয়ের পাশাপাশি অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংও আছে এতে।
পরের মাসে গুগলের ‘আই/ও’ নামের আয়োজনে ‘অ্যান্ড্রয়েড ১৪’ অপারেটিং সিস্টেমে নতুন কী আছে, সে সম্পর্কে জানা যাবে বলে উল্লেখ রয়েছে টেকক্রাঞ্চের প্রতিবেদনে। আপাতত এটি আরেকটি পর্যায়ক্রমিক আত্মপ্রকাশ হিসেবেই বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সাইটটি।