‘ইন্সপাইরেশন ইন ফোকাস’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে হুয়াওয়ের ‘নেক্সট ইমেজ অ্যাওয়ার্ড’ ২০১৯। মোবাইল ফটোগ্রাফির উন্নয়ন ও উৎসাহ প্রদানে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে বৈশ্বিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
হুয়াওয়ে বাংলাদেশের তথ্যমতে, এবারের পর্বে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী পাবেন ২০ হাজার ডলার। এছাড়া থাকবে একটি হুয়াওয়ে পি৩০ প্রো স্মার্টফোন, মেডেল অথবা সার্টিফিকেট।
ছয়টি ক্যাটাগরির প্রতিটিতে বিজয়ীরা পাবেন ৬ হাজার ডলার ক্যাশ রিঅ্যাওয়ার্ড, একটি হুয়াওয়ে পি৩০ প্রো স্মার্টফোন, মেডেল অথবা সার্টিফিকেট। এছাড়া ৫০ জন রানারআপ পাবেন একটি হুয়াওয়ে পি৩০ প্রো স্মার্টফোন, মেডেল অথবা সার্টিফিকেট। গ্র্যান্ড প্রাইজ ও ক্যাটাগরি বিজয়ীরা এ বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ছবি উৎসব ‘প্যারিস ফটো’তে অংশ নেয়ার সুযোগ পাবেন।
হুয়াওয়ের যেকোনো ডিভাইসে ধারণকৃত ছবি এবং ভিডিও জমা দেয়ার মাধ্যমে ‘নেক্সট ইমেজ অ্যাওয়ার্ডে’ অংশ নেয়া যাবে। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত ছবি জমা দেয়া যাবে। চলতি বছর ছয়টি ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়েছে। এসব ক্যাটাগরি হলো ফেসেস, গোয়িং দ্য ডিসটেন্স, হ্যালো লাইফ, স্টোরি বোর্ড, ইমোশন ট্যাগ ও লাইফ নাউ।
এ প্রতিযোগিতায় অংশ নিতে বেশকিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে নেক্সট ইমেজের পেজে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিকে লগইন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করা না থাকলে লগইন করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে।
এরপর হুয়াওয়ের যেকোনো স্মার্টফোন ডিভাইসে তোলা ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড সম্পন্ন হলে ফটো লিংকটি কপি করতে হবে। এরপর ফটো লিংকটি সাবমিট করতে হবে। ফটো লিংক সাবমিট হলে প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি একটি অনলাইন ভাউচার পাবেন। এ অ্যাওয়ার্ডের মাধ্যমে হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ধারণ করা ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ পাবেন। হুয়াওয়ের নেক্সট ইমেজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ লিংকে https://gallery.consumer.huawei.com/en/