পিক্সেল ওয়াচ বাজারজাতে কয়েক বছর সময় নিয়েছে গুগল। তবে পরবর্তী প্রজন্মের ওয়্যারেবল ডিভাইস বাজারজাতে খুব একটা সময় নেবে না যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। নাইনটুফাইভগুগলের এক সূত্রের তথ্যানুযায়ী, সফটওয়্যার জায়ান্টটি শরতেই পিক্সেল ওয়াচ ২ বাজারে নিয়ে আসবে। মূলত পিক্সেল ৮ ডিভাইসের সঙ্গেই এটি উন্মোচন করা হবে বলে জানা গেছে।
বাজারজাতের বিষয়ে তেমন বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গত অক্টোবরে গুগল নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ডিভাইস বাজারজাত করেছে। গত বছর ডেভেলপার সম্মেলনে গুগল প্রথম স্মার্টওয়াচের তথ্য প্রকাশ করে। চলতি বছরের ইভেন্টেও যদি এমন কিছু হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই।
প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, এখনো পরিবর্তনে গুগলের হাতে সুযোগ রয়েছে। বর্তমানে যে পিক্সেল ওয়াচ বাজারে রয়েছে সেটি ২০১৮ সালের এক্সিনোস ৯১১০ সিস্টেম অন চিপনির্ভর, যা অ্যাপল ওয়াচসহ বেশকিছু অপারেটিং সিস্টেমের তুলনায় পিছিয়ে ও ধীরে কাজ করে। এর পরিবর্তে নতুন প্রসেসর ব্যবহার করা হলে তা আরো দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ দেবে। বিশারদদের মতে, গুগল চাইলে নতুন ওয়াচে সেন্স ২-এর মতো ফিটবিট ডিভাইসে থাকা হেলথ সেন্সর যুক্ত করতে পারে। এছাড়া আগের ডিভাইসে মাত্র ৪১ মিলিমিটারের কেস রয়েছে। যারা আরেকটু বড় ওয়াচ চায় নতুন মডেলটি তাদের জন্য ইতিবাচক।