স্মার্টফোনে গেমিং এখন আগের চেয়েও অনেক বেশি জনপ্রিয়। গেমিং এখন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের অংশ। এমএলবিবি, ফ্রি-ফায়ার ও পাবজির মতো গেমগুলো এখন সামাজিক ট্রেন্ডে পরিণত হয়েছে। এ কারণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট রাখতে চান গেমাররা। এজন্য একই সঙ্গে ওয়াই-ফাই ও মোবাইল ডাটা চালু থাকার বিষয়টি জরুরি। বিষয়টি মাথায় রেখে স্মার্টফোন কোম্পানিগুলোও এখন এদিকে নজর দিচ্ছে। গেমিংয়ের এ সীমাবদ্ধতার সমাধানে ব্যবহার হচ্ছে লিংক বুমিং প্রযুক্তি।
সাধারণত বেশির ভাগ ফোনেই ওয়াই-ফাই ও মোবাইল ডাটা একই সময় ব্যবহার করা যায় না। এ কারণে সমস্যায় পড়েন গেমাররা। গেম চলাকালীন গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্য গেমারদের তুলনায় পিছিয়েও পড়তে হয়। কার্যকর প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন গেমারদের এ সমস্যা থেকে মুক্তি দিতেই ব্যবহার হচ্ছে লিংক বুমিং প্রযুক্তি।
মাল্টি নেটওয়ার্ক কনকারেন্সির জন্য ব্যবহার করা এ প্রযুক্তি গেমিংয়ে আনবে অসাধারণ অভিজ্ঞতা। এ প্রযুক্তির ফলে ওয়াই-ফাই ও মোবাইল ডাটা একসঙ্গে কাজ করে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সংযুক্ত রাখে গেমারদের। ওয়াই-ফাই ও ডাটা চ্যানেলের এ সমন্বয়ের ফলে দুর্বল নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশনের গতি বাড়ে। এতে ব্যবহারকারীরা কোনো ল্যাগ ছাড়াই ভিডিও স্ট্রিমিং বা গেমিং চালিয়ে যেতে পারেন। সম্প্রতি স্মার্টফোন বাজারে নতুন এমন একটি স্মার্টফোন এনেছে চাইনিজ ব্র্যান্ড ইনফিনিক্স। ১৭ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে ডিভাইসটি কেনা যাবে।