ক্রোমবুকে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের জন্য আগে ব্যবহারকারীদের সেগুলো ইনস্টল করতে হতো। তবে এখন থেকে সে ভোগান্তি আর পোহাতে হবে না। অ্যাপ ব্যবহারে ইনস্টলেশনের ঝামেলামুক্ত পদ্ধতি চালু করেছে গুগল।
২০২২ সালের কনজিউমার ইলেকট্রনিকস শোতে ফোন হাব নামের একটি ফিচারের প্রিভিউ প্রকাশ করেছিল গুগল। সম্প্রতি ক্রোম ওএসের জন্য এর বেটা সংস্করণ চালু হয়েছে।ফলে ব্যবহারকারী বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপে সাইন ইন না করেই নিজের বিভিন্ন বার্তা বা খাবারের অর্ডার ট্র্যাক করার মতো সুবিধা পাবে বলে জানা গেছে।
একবার এ সুবিধা চালু করলে ব্যবহারকারী নিজের ফোনে কোনো অ্যাপ খোলার পর একটি মেসেজিং অ্যাপ নোটিফিকেশনে ক্লিক করে বা হাবের রিসেন্ট অ্যাপস বিভাগে ব্রাউজ করে ব্যবহার করতে পারবে।