ফেসবুক আগামী ৫ দশকের মধ্যে জীবিত মানুষের চেয়ে ফেসবুকে মৃত মানুষের অ্যাকাউন্ট থাকবে বেশি। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘বিগ ডেটা অ্যান্ড সোসাইটি’ সাময়িকীতে।
গবেষকেরা তাঁদের পূর্বাভাসে বলেছেন, ২১০০ সালের আগে ১৪০ কোটি ফেসবুক ব্যবহারকারী মারা যেতে পারেন। এ পরিস্থিতি থাকছে ২০৭০ সালের মধ্যে ফেসবুকে জীবিত ব্যবহারকারীর চেয়ে মৃত মানুষের অ্যাকাউন্ট হবে বেশি।
গবেষক কার্ল ওম্যান বলেন, ফেসবুকের এ পরিসংখ্যান নতুন ও জটিল প্রশ্নের সৃষ্টি করেছে। এসব তথ্যের অধিকার কার কাছে থাকবে? পরিবার ও বন্ধুদের সর্বোচ্চ স্বার্থ ঠিক রেখে তা কীভাবে ব্যবস্থাপনা করা হবে এবং ভবিষ্যতের ইতিহাসবিদেরা অতীতকে জানতে কীভাবে এর ব্যবহার করবে সে প্রশ্ন উঠছে।
কার্ল বলেন, ‘আমরা যেহেতু সবাই চলে যাব, তাই আমাদের রেখে যাওয়া তথ্যে কী প্রভাব ফেলবে এবং তার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠবে। বিশাল এ ডেটাসেট বৈশ্বিক ডিজিটাল ঐহিত্য হয়ে দাঁড়াবে।’