ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং এজেন্সি ‘ইউবিকিউটস’ তিন ব্যক্তিকে টিকটক ভিডিও দেখার বিনিময়ে কোটি টাকার দেয়ার ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যারা টানা ১০ ঘণ্টা টিকটকে ভিডিও দেখতে পারবে এমন তিনজনকে ঘণ্টা প্রতি ১০০ ডলার করে দেয়া হবে।
টিকটকে ভিডিও দেখার চাকরি পেতে ইউবিকিউটস ইউটিউব চ্যানেল সাইস্ক্রাইব করতে হবে। এরপরে কেন এত দীর্ঘ সময় টিকটকে সময় ব্যয় করবেন তার কারণ লিখে তাদের পাঠাবে হবে।
প্রতিষ্ঠানটি ১৮ এবং তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীদের খুঁজছে।