পিক্সেল ফোল্ড উন্মোচনের মাধ্যমে ফোল্ডেবলের বাজারে নিজেদের উপস্থিতির কথা জানিয়েছে গুগল। জুন থেকে গ্রাহক ডিভাইসটি কিনতে পারবেন। এর মাধ্যমে আরেকটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, ভবিষ্যতে এ প্রযুক্তি জায়ান্টটি আরো মডেলের ফোল্ডেবল ডিভাইস বাজারে আনবে।
গুগলের ডেভেলপার সম্মেলনে টমস গাইডকে সাক্ষাৎকার দেয়ার সময় গুগল পিক্সেল পণ্যের ম্যানেজার জর্জ হোয়াং তথ্য দেন।
ফ্লিপ ফোল্ডেবল সেলফোনের বিষয়ে জিজ্ঞাসা করে হলে হোয়াং জানান, পিক্সেল টিম বিভিন্ন প্রযুক্তির ও ডিজাইনের ডিভাইস তৈরিতে আগ্রহী এবং কাজ চলমান। তবে গুগল যে শিগগিরই পিক্সেল ফ্লিপ ডিভাইস বাজারে আনবে বিষয়টি তেমন নয়। তবে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ বা মটোরোলা রেজার ২০২২-এর মতো কোনো ফোল্ডেবল ডিভাইস আনতে পারে সফটওয়্যার জায়ান্টটি।
একই সাক্ষাৎকারে হোয়াং জানান, বর্তমানে পিক্সেল ফোনকে আরো ভালো ডিভাইস হিসেবে গ্রাহকের কাছে উপস্থাপনে টিম কাজ করছে। এর মধ্যে অ্যাপ ডিজাইন থেকে শুরু করে ক্যামেরার মানোন্নয়নের মতো বিষয় রয়েছে।
বর্তমানে একাধিক প্রতিষ্ঠান ফোল্ডেবল সেলফোন বাজারজাত করছে। এর দুটি ধরন রয়েছে। যার অন্যতম উদাহরণ স্যামসাং। এর ফলে নতুন করে কেউ ফোল্ডেবল ডিভাইস কিনতে চাইলে তার হাতে একাধিক অপশন রয়েছে।
পিক্সেল ফোল্ড উন্মোচনের পর গুগল দাবি করেছে, এর ডিভাইসে যে হিঞ্জ ব্যবহার করা হয়েছে তা বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী।
এছাড়া ডিভাইসের বাইরের ডিসপ্লেটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীকে সেলফোনের মতো অভিজ্ঞতা দেবে। তবে ফোল্ডেবলের বাজারে স্যামসাংয়ের তুলনায় গুগল এখনো অনেক পিছিয়ে।