প্রযুক্তি জায়ান্ট গুগলের প্লাটফর্ম ইউটিউব, যা বিনোদনের অন্যতম মাধ্যম। বর্তমানে অনেকেই এ প্লাটফর্ম থেকে ভালো অর্থ আয় করছে। তবে এক্ষেত্রে চ্যানেল আসল না ভুয়া সেটিও নির্ভর করে। আর এজন্য ভেরিফিকেশন জরুরি।
অনেক সময় পরিচিত মুখ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটিদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে খারাপ কনটেন্ট প্রচার করা হয়। যা সেই ব্যক্তি, প্রতিষ্ঠানসহ সমাজের জন্যও ক্ষতিকর। ভেরিফিকেশনের পদ্ধতির বিষয়ে জানিয়েছে উইকিহাও।
প্রথমেই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউব লগইন করতে হবে। এরপর ডান দিকে প্রোফাইল ফটোতে ক্লিক করলে সেখানে থাকা অপশনগুলোর মধ্যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। এবার সেটিং অপশনে ক্লিক করে ইউটিউব চ্যানেলের সেটিং পেজে চলে যেতে হবে।
সেখানে চ্যানেল থেকে ফিচারস অ্যালিজিবিলিটি অপশনে ক্লিক করতে হবে ও ভেরিফাই ফোন নম্বরে প্রবেশ করতে হবে। এরপর দেশ নির্বাচন করতে হবে। এবার ফোন নাম্বার প্রবেশ করিয়ে গেট কোডের মাধ্যমে কোড নাম্বার পেতে হবে। কোড এলে সেটি সাবমিট করতে হবে। এরপর ভেরিফিকেশন নিশ্চিত হওয়ার মেসেজ দেখানো হবে।