গুগল প্লেস্টোরে থাকা বড় সংখ্যক অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি বিটডিফেন্ডার। কোম্পানিটির একদল গবেষক ৬০ হাজারের বেশি অ্যাপে ম্যালওয়্যার থাকার বিষয়টি শনাক্ত করতে পেরেছে। মূলত নতুন অ্যানোমালি ডিটেকশন প্রযুক্তির কল্যাণে এটি শনাক্ত করা সম্ভব হয়েছে।
প্রথমবারের মতো অ্যানোমালি বা অসংগতি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে সফটওয়্যার শনাক্ত করেছে গবেষক দলটি। বিটডিফেন্ডার মোবাইল সিকিউরিটিতে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ডিভাইস পরিচয় গোপন রাখা ম্যালওয়্যার শনাক্তে অ্যাপটি ব্যবহার করা হয়। প্লেস্টোরে থাকা অ্যাপ থেকে ম্যালওয়্যার শনাক্তে ছয় মাসেরও বেশি সময় নেয়া হয়েছে। গবেষক দলটি দেখতে পায়, অ্যাপের মধ্যে ম্যালওয়্যার দীর্ঘ সময় ধরে আত্মগোপন করেছিল।
বিটডিফেন্ডার দেখতে পায় ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাডওয়্যার পরিচালনার চেষ্টা চালানো হয়েছে। এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া যায়। তবে এটি শুধু একটি মাধ্যম ছিল। কেননা যারা ম্যালওয়্যার ছড়িয়েছে তারা ব্যবহারকারীদের অন্য ম্যালওয়্যারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও চালাতে পারবে। এর মধ্যে ব্যাংকিং ট্রোজান রয়েছে। এর মাধ্যমে সংবেদনশীল ব্যাংকিং তথ্য হাতিয়ে নেয়া যায়।