অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ ব্যবহার করতে যাচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। ক্লাউড কম্পিউটিং পরিষেবার উন্নয়নে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। তবে ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে এডব্লিউএসের এক মুখপাত্র জানিয়েছেন।
বর্তমানে এআইয়ের বাজার নিয়ন্ত্রণে রেখেছে এনভিডিয়া করপোরেশন। একচ্ছত্র এ আধিপত্যে প্রভাব বিস্তারের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে এএমডি। এ বিষয়ে আয়োজিত এক ইভেন্টেই নতুন ঘোষণাটি প্রকাশ্যে আসে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এএমডির প্রধান নির্বাহী লিসা সু ক্লাউড কম্পিউটিং পরিষেবা গ্রহণকারীদের আকর্ষন করার বিষয়ে জানিয়েছেন। মূলত চিপ ব্যবহারের মাধ্যমে চ্যাটজিপিটির মতো সুবিধা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে। তবে এক্ষেত্রে গ্রাহকের চাহিদার বিষয় প্রাধান্য দিয়ে পছন্দের সুযোগ দেয়া হবে।
লিসা সু বলেন, ‘আমাদের বিশ্বাস অনেকেই তাদের পছন্দের জন্য আগ্রহী। পাশাপাশি ডাটা সেন্টারের জন্য বিভিন্ন পরিবর্তনের বিষয়ও ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ।’
ক্লাউড পরিষেবায় এএমডির এম১৩০০ চিপ ব্যবহারের বিষয়ে অ্যামাজন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে কোম্পানিটির ইলাস্টিক কম্পিউট ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রাউন জানান, এডব্লিউএস চিপটি ব্যবহারের কথা ভাবছে।
ব্রাউন বলেন, ‘এডব্লিউএস ও এএমডি কোথায় কাজ করলে সুবিধা হবে সে বিষয়ে ভাবা হচ্ছে। তবে আমাদের টিম সমন্বিতভাবে কাজ করছে।’
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া ক্ষুদ্রভাবে এর চিপ বিক্রি করে। তবে বর্তমানে এনভিডিয়ার ডিজাইন করা ডিজিএক্স ক্লাউড পণ্য ব্যবহারের বিষয়ে ক্লাউড পরিষেবা দানকারীরা আগ্রহী কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে।