অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সম্প্রতি প্লেস্টোরে হালনাগাদ বেটা ভার্সন চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর সঙ্গে নতুন একটি ফিচারও দেয়া হয়েছে, যেটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত থাকবে। মেটার ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটে অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধাই নতুন ফিচার হিসেবে আসবে। খবর গিজমোচায়না।
ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম বর্তমানে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে। যেটি ব্যবহারকারীদের মেটা কোয়েস্ট ভিআর ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা দেবে। সম্প্রতি কোয়েস্ট ৩ ভিআর হেডসেট উন্মোচর করেছে মেটা। এটি অ্যাপলের ভিশন প্রোর তুলনায় সাশ্রয়ী।
ভিআর হেডসেট ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু কেউই সফল হননি। হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে যে প্লাটফর্মটি এ চাহিদা পূরণের বিষয়ে ভাবছে। তবে এর উন্নয়ন নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে বিদ্যমান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও ভিআর ডিভাইসের মধ্যে কীভাবে সংযোগ স্থাপন করা হবে এবং তথ্যের সামঞ্জস্য ও নিরাপদ যোগাযোগের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সম্ভাব্যতা উল্লেখযোগ্য।
ওয়াবেটাইনফো জানায়, উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় মেটা কোয়েস্টের সঙ্গে এখনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করা যাচ্ছে না। ভবিষ্যতে বেটা অ্যাপে নতুন আপডেটের মাধ্যমে অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা আনা হবে বলে জানানো হয়। পাশাপাশি আরো কিছু ফিচারের উন্নয়নে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং, ভালো রেজল্যুশনের ছবি পাঠানো, নতুন ডিজাইনের ইমোজি কিবোর্ড ও নতুন কমিউনিটি সেটিংসও আসবে। নতুন ফিচারগুলো হোয়াটসঅ্যাপের ব্যবহারিক অভিজ্ঞতায় পরিবর্তন আনবে।