ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্য দিয়ে ২৫৪ কিলোমিটার বা ১৫৮ মাইল ফাইবার অপটিক কেবল স্থাপন করবে ইসরায়েল। ইউরোপ, উপসাগরীয় ও এশিয়ার দেশগুলোর সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগ তৈরিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর রয়টার্স।
ভূমধ্যসাগরের আশকেলন বন্দর থেকে লোহিত সাগরের ইলাত পর্যন্ত একটি জ্বালানি তেল সরবরাহকারী পাইপলাইন রয়েছে। বিবৃতিতে বলা হয়, এ পাইপলাইন অনুসরণ করে ফাইবার অপটিক কেবল স্থাপন করবে রাষ্ট্রীয় মালিকানাধীন এনার্জি গ্রুপ ইএপিসি। এ প্রকল্পের বিষয়ে ইএপিসির প্রধান নির্বাহী ইটজিক লেভি বলেন, ‘এর মাধ্যমে উপসাগরীয় দেশ, এশিয়া ও ইউরোপের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে ইসরায়েল।’
মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের উপকূলে থাকা সাবসি কেবলের সঙ্গে ফাইবার অপটিক যুক্ত হবে। পাশাপাশি দেশটিতে ২৫ বছরের জন্য লিজে থাকা যেকোনো অনুমোদনপ্রাপ্ত টেলিকম কোম্পানি এ সংযোগ ব্যবহার করতে পারবে। ইএপিসি বা ইউরোপ এশিয়া পাইপলাইন কোম্পানি সুয়েজ খালের পরিবর্তে তাদের পাইপলাইনের প্রচার করে থাকে।