চীনের অ্যান্ট গ্রুপের একটি প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন দল তাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করছে। অভ্যন্তরীণভাবে যা বর্তমানে ‘জিনি’ নামে পরিচিত। অ্যান্ট গ্রুপের এক মুখপাত্র গতকাল এক চীনা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে মডেলটির প্রকাশ্যে উন্মোচন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদন বলছে, গত তিন বছরে চীনা সংস্থাগুলো দেশীয়ভাবে ৭৯টি এলএলএম চালু করেছে।