পোল্যান্ডের তৃতীয় বৃহৎ নগরী ব্রতসোয়াফে চিপ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে ইন্টেল ইনকরপোরেশন। এজন্য ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। অঞ্চলটিতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ব্যয় করা হবে বরাদ্দকৃত অর্থ। সম্প্রতি এমনটিই ঘোষণা এসেছে ইন্টেলের পক্ষ থেকে। খবর রয়টার্স।
ইউরোপে সেমিকন্ডাক্টরের সংকট সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ফলে এশিয়ার দেশেগুলোর ওপর নির্ভরতা কমাতে খাতটির উন্নয়নে ঝুঁকছে পশ্চিমা দেশগুলো। সে সুযোগ কাজে লাগাচ্ছে ইন্টেল। চিপ প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানটি ব্রতসোয়াফে ৪৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। পোল্যান্ডের অন্তত ছয়জন সরকারি কর্মকর্তা আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তারা জানান, ছোট্ট শহরটিতে পোল্যান্ডের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের ঘটনা ঘটতে যাচ্ছে।
ইন্টেলের আগ্রহের পেছনে পোল্যান্ডের ইতিবাচক প্রবণতা অনেকটা দায়ী। প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট জেলসিঙ্গার বলেন, ‘যখন আমরা কারখানা তৈরির চিন্তা করছিলাম, কোনোভাবেই পোল্যান্ডের কথা মাথায় ছিল না। কারখানার জন্য কোনো স্থান নির্বাচন করাটা অনেক দিক থেকেই জরুরি। সবসময় মাথায় রাখতে হয়, স্থানীয় জনতা কারখানার পরবর্তী কার্যক্রমকে ইতিবাচক হিসেবে নেবে কিনা। আমরা নিশ্চিত হতে চেয়েছি স্থানীয় সরকারের আনুকূল্য নিয়ে।’
২০২১ সালের জানুয়ারি থেকে পোল্যান্ড ইন্টেলের সঙ্গে আলোচনা শুরু করে। গত দুই বছরে সরকার ও স্থানীয় প্রশাসন কয়েক দফায় আলোচনায় বসেছে কোম্পানির সঙ্গে। দ্য পোলিশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এজেন্সি (পিএআইএইচ) ও দি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এজেন্সি (এআরপি) নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। পিএআইএইচের প্রধান মারকিন ফাবিয়ানোভিচের দাবি, কভিড-১৯ মহামারীর কারণে অনেক আলোচনা সভা ইন্টারনেটকেন্দ্রিক ছিল। কিন্তু প্রথম সভার পরই আমি আশ্বস্ত হয়েছি, পোল্যান্ড কারখানা স্থাপনের কাজটি পেতে যাচ্ছে। সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে আলোচনা।
২০২২ সালের মার্চে ইন্টেল ইউরোপিয়ান বিনিয়োগ প্রকল্প ঘোষণা দেয়। সে সময় জার্মানিকে নির্বাচিত করা হয় কারখানা স্থাপনের জন্য। পরবর্তী সময়ের সম্প্রসারণে রাখা হয় পোল্যান্ডের নাম। তখন ‘প্রজেক্ট আইকিউ নামে পোল্যান্ডের সরকার ও স্থানীয় প্রশাসন গোপনে চেষ্টা চালাতে থাকে ইন্টেলের সঙ্গে, যেন প্রতিষ্ঠানটি ব্রতসোয়াফে বিনিয়োগ করে। এমনকি ব্রতসোয়াফের জীবনযাপন, পারিবারিক সুবিধা, শিক্ষা, বাইক লেন ও সুইমিং পুল ও অর্থনীতি এবং জনমিতি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়। ব্রতসোয়াফে আমেরিকান ফুটবল ও বাস্কেটবল চ্যাম্পিয়নদের আবাসভূমি হওয়ায় ইন্টেল উৎসাহিত হয়েছে বলেও মনে করছেন অনেকে।’
২৮৫ হেক্টর জমির ওপর ইন্টেলের নতুন কারখানা স্থাপন করা হবে। ব্রতসোয়াফ নতুন প্রকল্পের পেছনে বিনিয়োগ হিসেবে তৈরি করবে রাস্তা, বৈদ্যুতিক গাড়ি পরিষেবা, পানি সরবরাহ সুবিধা ও উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন। বিপরীতে ইন্টেল অনুমতি পাবে ৫০ মিটার উঁচু ভবন তৈরিতে। সাধারণত ওই অঞ্চলে ২০ মিটারের চেয়ে উঁচু স্থাপনা নির্মাণ করা হয় না।
ব্রতসোয়াফের ডেপুটি মেয়র জ্যাকুব মাজুর বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’