সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা আনল ইনস্টা৩৬০। মডেল ইনস্টা৩৬০ গো ৩। এই ক্যামেরার বেস মডেলটি স্ট্যান্ডআলোন। এর ৩২ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৪৪৯.৯৯ ডলার।
অ্যাকশন কিট, ট্রাভেল কিট, ওয়াটার স্পোর্টস কিট এবং বাইক কিট ফরম্যাটে আপনি বেস মডেলটি কিনতে পারবেন।
ইনস্টা৩৬০ দাবি করছে তাদের নতুন কমপ্যাক্ট অ্যাকশন ক্যামেরাটি সবচেয়ে ছোট আকারের। এই ক্যামেরার ওজন মাত্র ৩৫ গ্রাম। লেটেস্ট অ্যাকশন ক্যামেরাটি ২.৭কে পর্যন্ত রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে সক্ষম। এক চার্জে ৪৫ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে অ্যাকশন ক্যামেরাটি। এখন কোনও অ্যাকশন পডের সঙ্গে যদি এটিকে পেয়ার করেন, তাহলে চার্জিংয়ের পর ১৭০ মিনিটের রেকর্ডিং করতে পারে।
google news
Follow us on google news
cameraগো ৩ নামের অ্যাকশন ক্যামেরাটিতে একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে। গিমবলের মতো স্টেবিলাইজ়েশন এবং ৩৬০ ডিগ্রি হরাইজন লেভেলিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে এতে। রিমোট কন্ট্রোলের সাপোর্ট রয়েছে ডিভাইসটিতে। এছাড়া একটি ডিট্যাচেবল মাল্টি-ফাংশন অ্যাকশন পডের সাহায্যে লাইভ প্রিভিউও করা যাবে। সর্বোপরি অ্যাকশন ক্যামেরাটি ওয়াটারপ্রুফ, যা আইপিএক্স৮ রেটিং পেয়েছে। রিপ্লেসেবল লেন্স গার্ডও দেওয়া হয়েছে এতে। অন্য দিকে ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য অ্যাকশন পডটি আইপিএক্স৪ পেয়েছে।
অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে ইনস্টা৩৬০ অ্যাপের মাধ্যমে ইউজাররা খুব দ্রুত অ্যাকশন ক্যামেরাটিতে তোলা বিভিন্ন ফুটেজ এডিট করে নিতে পারবেন। এতে রয়েছে দুরন্ত এডিটিং টুল। ম্যাগনেটিক পেনড্যান্ট, একটি পিভট স্ট্যান্ড এবং ইজি ক্লিপের মতো একাধিক অ্যাক্সেসারিও রয়েছে, যা ক্যামেরাটিকে একটি ক্যাপে অ্যাটাচ করতে সাহায্য করে।