কয়েক মাসের মধ্যেই পরবর্তী প্রজন্মের স্মার্টফোন উন্মোচন করবে অ্যাপল।
কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির আশা আইফোন ১৫ সিরিজের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে।
বিক্রি বাড়ার প্রত্যাশার অংশ হিসেবে কোম্পানিটি মজুদ বাড়াতে কাজ করছে। এজন্য আগামী মাস থেকে রিটেইলারদের ডিভাইস মজুদ করার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে। আগে থেকে সংরক্ষণ বা মজুদের মাধ্যমে বাজারজাতের সময় সরবরাহ চেইনের সমস্যায় পড়তে চাইছে না। এ কারণে আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স বাজারজাতের সময় অনেক পেছাতে হয়েছে।
তথ্যানুযায়ী, আইফোন ১৩ ও ১৪-এর মডেলগুলোর তুলনায় ১৫ সিরিজ বিক্রির বিষয়ে অ্যাপল খুবই আশাবাদী। তাই উন্মোচনের পর বাজারের চাহিদা পূরণে কোম্পানিটি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানানো হয়। নতুন আইফোন ১৫-এ নতুন কিছু ফিচার ও পরিবর্তন আসবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে ডিজাইন, উন্নত প্রসেসর ও ভালো ক্যামেরা দেয়া হতে পারে।