শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সরবরাহ সব দেশের জন্যই কঠিন। যুক্তরাষ্ট্রে এ অসাধ্য সাধনে ইলোন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করছে।
আরেক প্রযুক্তি জায়ান্ট গুগল বেলুনের মাধ্যমে ইন্টারনেট সরবরাহের চেষ্টা চালালেও সফল হয়নি। তবে বর্তমানে আলোক রশ্মি ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহে কাজ করছে কোম্পানিটি।
প্রজেক্ট তারা নামে এটি পরিচালনা করা হচ্ছে। অ্যালফাবেটের ইনোভেশন ল্যাব এক্সের একটি অংশ এটি। এটিকে মুনশুট ফ্যাক্টরি নামেও ডাকা হয়।
কোম্পানিটির নির্বাহীরা জানান, বেলুনের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ ব্যয়বহুল হওয়ায় ২০১৬ সালে নতুন এ প্রকল্প চালু করা হয়। বর্তমানে প্রকল্পটি ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান মহেশ কৃষ্ণস্বামী।
তারা ও ভারতী এয়ারটেলের কর্মকর্তারা রয়টার্সকে জানান, বর্তমানে ভারতে বড় পরিসরে লেজার ইন্টারনেট প্রযুক্তি চালুতে কাজ চলছে। তবে এটি চালুতে কী পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে সে সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়া, কেনিয়া, ফিজিসহ ১৩টি দেশে লেজার প্রযুক্তির মাধ্যমে তারা ইন্টারনেট সরবরাহ করছে বলে জানিয়েছেন কৃষ্ণগোস্বামী।
এছাড়া আফ্রিকায় ইকোনেট গ্রুপ, অঙ্গসংস্থান লিকুইড টেলিকম, ভারতে ইন্টারনেট সরবরাহকারী ব্লুটাউন ও প্যাসিফিক দ্বীপের ডিজিসেলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বলেও জানানো হয়।
মহেশ বলেন, ’আমরা এমন একটি কোম্পানিতে পরিণত হতে চাচ্ছি, যাদের কাছ থেকে গ্রাহকরা এক ডলারে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবে।’