বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য বিরোধের কারণে অনেক চীনা কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এর মধ্যে অন্যতম হুয়াওয়ে। এর ফলে কোম্পানিটি কোনো ফাইভজি ডিভাইস বিশ্ববাজারে বিক্রি করতে পারছে না। তবে বিভিন্ন সহযোগীর মাধ্যমে বেশকিছু ফাইভজি পণ্য বাজারে আনতে পেরেছে কোম্পানিটি। এর অংশ হিসেবে নোভা ১১ ডিভাইসের নতুন সংস্করণ আনতে যাচ্ছে হুয়াওয়ে।
চায়না পোস্ট হুয়াওয়ের নোভা সিরিজের হ্যান্ডসেটগুলোর ফাইভজি ভার্সন বিক্রি করে। গুঞ্জন রয়েছে শিগগিরই নতুন আরেকটি মডেল বাজারে আসতে পারে।
উইবোতে হুয়াওয়ে নোভা১১-এর ডামি ইউনিটের ছবি শেয়ার করেছেন এক টিপস্টার। এটি হুয়াওয়ে নোভা১১-এর ফাইভজি ভার্সন হতে পারে বলে জানানো হয়েছে।
প্রকাশিত ছবির তথ্যানুযায়ী, ফাইভজিতে আগের ভার্সনের তুলনায় খুব বেশি কোনো পরিবর্তন থাকবে না।