মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘টিকটক মিউজিক’ আনতে যাচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। বলা হচ্ছে, স্পটিফাইর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে এই উদ্যোগ প্রতিষ্ঠানটির। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসে ব্যবহার করা যাবে টিকটক মিউজিক। তবে এর জন্য প্রয়োজন হবে টিকটক অ্যাকাউন্ট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টিকটক মিউজিক বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে না। প্রতি মাসে সর্বোচ্চ সাড়ে তিন ডলার পর্যন্ত গুনতে হবে ব্যবহারকারীদের। প্রাথমিকভাবে ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারীরা টিকটক মিউজিক ব্যবহারের সুযোগ পাবেন।
টিকটক মিউজিক স্ট্রিমিংয়ের পাশাপাশি পছন্দের গান ডাউনলোড করা যাবে। এ ছাড়া, পছন্দের গানের প্লেলিস্ট তৈরির পাশাপাশি নিজের গান বা ভিডিও সরাসরি সম্প্রচারের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
ইউনিভার্সেল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, সনি মিউজিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাইটড্যান্স। এদিকে, নিজেদের মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘রেসো’ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মটি ২০২০ সালে চালু হয়েছিল।