স্মার্টফোনের মধ্যে আইফোন বরাবরই ব্যয়বহুল। উৎপাদন ব্যয় বাড়তে থাকায় প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দামও বাড়ছে। অঞ্চলভেদেও আইফোনের দামেও পরিবর্তন দেখা যায়। বাজারে বর্তমানে ১৪ সিরিজ চলছে। শিগগিরই ১৫ সিরিজের আইফোন আনবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট। আর এর মধ্যে ১৫ প্রো ম্যাক্সে ক্রয়ে খরচ আরো বাড়বে।
হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক জেফ পু দাম বাড়ার বিষয়ে জানিয়েছেন। তার মতে, বর্তমানে আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য ১ হাজার ৯৯ ডলার। সামনে নতুন সিরিজের যে প্রো মডেল আসবে সেটির দাম এর তুলনায় আরো বাড়বে।
খাতসংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্সের বর্ধিত বিভিন্ন ফিচারের কারণে হয়তো দাম বাড়তে পারে। ডিভাইসটিতে অ্যাপল পেরিস্কোপ লেন্স যুক্ত করতে পারে, যা আইফোন ১৪ প্রো ম্যাক্সে থাকা তিন গুণ জুম সক্ষমতার তুলনায় বেশি।