ভারতের ওডিশা রাজ্যে সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে চমক দেখিয়েছে ওটিভি নামের একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল। চ্যানেলটিতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার এক সংবাদ উপস্থাপককে খবর পড়তে দেখা গেছে।
ওই সংবাদ উপস্থাপকের নাম লিসা। প্রতিষ্ঠানটি বলছে, সম্প্রচার ও সাংবাদিকতার যুগে লিসা বিপ্লব ঘটিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হ্যান্ডলুমের শাড়ি ও মেরুন রঙের ব্লাউজ পরে সংবাদ উপস্থাপন করছে লিসা। ওডিশির পাশাপাশি ইংরেজিতেও খবর পড়তে পারে সে। তাকে দেখে বোঝার উপায় নাই সে আসলে রোবট। এমনকি খবর পড়ে উপস্থিত দর্শকদের রীতিমতো চমকে দেয় সে।
ওটিভির অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পন্ডা বলেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। কিন্তু সময় বদলেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় ব্যয় করছে। সব সময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে ওটিভি।
তিনি বলেন, ‘টেলিভিশন সম্প্রচারে এআইর ব্যবহার সবেমাত্র শুরু হয়েছে। সেই কারণে এআই নিউজ উপস্থাপক লিসার মাধ্যনে নতুন মাইলফলক তৈরি হবে। আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই উপস্থাপক সে। একইসঙ্গে প্রথম ওডিশার এআই নিউজ উপস্থাপক।’
মাঙ্গত পন্ডা আরও জানান, লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা আছে। তবে আপাতত ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ওডিশি ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে সে। আগামী দিনে তাকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।
এর আগে গত মার্চে ‘সোনা’ নামে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ উপস্থাপককে পরিচয় করিয়ে দিয়েছিল ইন্ডিয়া টুডে গ্রুপ। সোনাকে উজ্জ্বল, আকর্ষণীয় ও তরুণ একজন সংবাদ উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেও একাধিক ভাষায় কথা বলতে পারে এবং তাকে যে কোনো সময় নিয়ন্ত্রণ করা যায়।