সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। এ কারণে নিয়মিত ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করেন অনেকেই। কিন্তু ধীরগতির ইন্টারনেট সংযোগ থাকলে ছবি বা ভিডিও আপলোড করতে বেশ সময় প্রয়োজন হয়। এর ফলে অন্য কাজ করা যায় না। এ সমস্যা সমাধানে ‘লাইভ অ্যাকটিভিটিস’–সুবিধা চালু করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নতুন এ সুবিধা চালু হলে ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও আপলোড কার্যক্রম শুরুর পর অন্য অ্যাপ চালু করলেও আপলোডের সর্বশেষ অবস্থা ফোনের পর্দায় দেখা যাবে। অর্থাৎ, ইনস্টাগ্রামের পরিবর্তে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও ফোনের পর্দার এক পাশে ছবি বা ভিডিও আপলোডের সর্বশেষ অবস্থা জানা যাবে। এর ফলে ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও আপলোডের জন্য অপেক্ষা করতে হবে না। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
জানা গেছে, লাইভ অ্যাকটিভিটিস–সুবিধা চালু হলে ফোন ব্যবহার না করলেও পর্দায় ছবি বা ভিডিও আপলোডের সর্বশেষ তথ্য দেখাবে ইনস্টাগ্রাম। ফলে ফোনের স্ক্রিন লক থাকা অবস্থায়ও আপলোডের তথ্য জানা যাবে। এর ফলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ করার সময় সহজেই ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও আপলোডের সর্বশেষ অবস্থা জানতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে লাইভ অ্যাকটিভিটিজ–সুবিধা ব্যবহারের সুযোগ দিয়ে থাকে অ্যাপল। এ সুবিধা কাজে লাগিয়ে আইফোনে অন্য কাজ করার সময় বিভিন্ন অ্যাপের সর্বশেষ তথ্য জানা যায়। এর ফলে ব্যস্ততার সময় বারবার বিভিন্ন অ্যাপ চালু করে তথ্য জানতে হয় না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া