পুরস্কার হাতে আরিফ নিজামী
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান কার্যালয়ে চলছে ডেভেলপার সার্কেল কমিউনিটির গ্লোবাল সামিট। ফেসবুকের ডেভেলপার ও ইঞ্জিনিয়ারিংটিমসহ অনেক কর্মকর্তা যোগ দেন দুই দিনের এই সম্মেলনে। সম্মেলনে প্রথম দিনের শেষভাগে ছিল ফেসবুক ডেভেলপার সার্কেল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এতে সব দেশকে ৫টি অঞ্চলে ভাগ করে সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়। এই অঞ্চলগুলোর সাউথ ও মিডিল এশিয়া অঞ্চলের ভারত, নেপাল, শ্রীলংকা, কিরগিজস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের ‘ঢাকা চ্যাপ্টার’ জিতে নেয় স্পিরিট অফ ডেভেলপার সার্কেল পুরস্কার। ফেসবুকের প্রধান কার্যালয়ে রবিবার (২৮ এপ্রিল) পুরস্কারটি গ্রহণ করেন ফেসবুকের ডেভেলপার সার্কেল ঢাকার কমিউনিটি লিড আরিফ নিজামী।
এই বছরের নারী দিবস উপলক্ষে আয়োজিত ইনোভেট ফর চেঞ্জ হ্যাকডে আয়োজনের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই আয়োজনে অংশ নেন ৫০ জন নারী। আয়োজনের পার্টনার ছিল সরকারের আইসিটি বিভাগের স্টার্ট আপ বাংলাদেশ প্রকল্প।
প্রসঙ্গত, ফেসবুক ডেভেলপার সার্কেল হচ্ছে ফেসবুকের ডেভেলপার ও স্টার্টআপদের জন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফেসবুক নানা ধরনের সহযোগিতা করে থাকে। ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকা ২০১৬ সালে শুরু হলেও ২০১৭ সালে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে। ফেসবুক ডেভেলপার সার্কেল গ্লোবাল সামিটের পরে ২ দিনের ফেস