শেষ হলো তিন দিনব্যাপী প্রথম আন্তঃস্কুল জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলা। ২৬টি ইভেন্টে ঢাকা মহানগরীর ১৫০টি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এ মেলার স্পন্সর ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
গতকাল প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রত্যেক ইভেন্টে সিনিয়র, জুনিয়র ও কলেজ তিন ভাগে ভাগ করে তিনজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে দেয়া হয় পদক ও সনদ। বিশেষ ক্যাটাগরিতে দুজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে দুটি সাইকেল দেয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলটির গভর্নিং বডির সভাপতি ও রপ্তানী উন্নয়ন ব্যুরোর সচিব আবু হেনা মোরশেদ জামান। অধ্যক্ষ শাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের ও মাসিক বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ হলো তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানো। আমরা যত দ্রুত প্রযুক্তির সঙ্গে নিজেদের যুক্ত করতে পারব, তত দ্রুত আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারব।
বিশেষ অতিথির বক্তব্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের বলেন, বিজ্ঞান একটি দেশকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতেও বিশেষ ভূমিকা পালন করে। সম্প্রতি আমরা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উপগ্রহ পাঠিয়েছি, এর ফলে বিশ্বে ৫৭টি দেশের মধ্যে আমরা নিজেদের নাম লেখাতে পেরেছি। অথচ এমন অনেক শিক্ষার্থী আছে, যারা বিজ্ঞানকে ভয় পায়। এ ধরনের বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে পরিচিত করে তুলতে হবে। তবেই আমরা বিজ্ঞানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারব।
এ সময় আয়োজন সম্পর্কে স্কুলের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, একসময় পদার্থ, রসায়ন, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড হতো। কিন্তু সারা বিশ্বে বর্তমানে তথ্যপ্রযুক্তির বিপ্লব চলছে। এ বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা অনগ্রসর হয়ে যাব। বিষয়টি অনুধাবন করে আমি এখানে তথ্যপ্রযুক্তিশিক্ষাকে জোর দিয়েছি। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিচর্চা বাড়াতে গত বছর এখানে আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। একজন আইটি বিশেষজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরাই সংগঠনটি পরিচালনা করছে। এ সংগঠনের উদ্যোগেই তিন দিনব্যাপী প্রথম আন্তঃস্কুল প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হলো।
তিনি আরো বলেন, চলতি মাসেই আমরা ইংলিশ কার্নিভাল, ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন করেছি। আইটি বিষয়ে শিক্ষার্থীদে