অ্যাপল, গুগলসহ কিছু কোম্পানি বর্তমানে ডিভাইসের সঙ্গে চার্জার দেয় না। কিন্তু বাকি কোম্পানিগুলো এখন উন্নত প্রযুক্তির চার্জিং সুবিধা যুক্ত করার পাশাপাশি অ্যাডাপ্টার ও কেবল দিয়ে থাকে। দীর্ঘদিনের ব্যবহারে বা কোনো দুর্ঘটনায় চার্জার নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। তাই দরকারের সময় অন্য কারো ডিভাইসের চার্জার দিয়ে অনেকেই সেলফোন চার্জ দেয়। এটি ভালো না মন্দ এ বিষয়ে অনেকেই জানেন না। গ্যাজেটস নাউয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সেলফোনে মূল চার্জার ব্যতীত অন্য কারো অ্যাডাপ্টার ব্যবহার করা ক্ষতিকর। অনেক সময় ডিভাইসের বড় ক্ষতি হতে পারে। সাধারণত সেলফোনের সঙ্গে যে চার্জারটি দেয়া হয়, তা বিশেষভাবে ফোনের ব্যাটারি চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহারকারীর ফোনের জন্য সঠিক আকার, সঠিক ভোল্টেজ এবং এটি সঠিক ধরনের সংযোগকারীর প্লাগের সঙ্গে দেয়া হয়।
বিদ্যুতের ভোল্টেজ প্রায় সময় আপডাউন করে। সে সময় নির্ধারিত চার্জার ছাড়া ডিভাইস চার্জ দিলে ব্যাটারির পাশাপাশি মাদারবোর্ডেরও ক্ষতি হতে পারে। ব্যাটারি দ্রুত গরম হওয়া, চার্জ শেষ হয়ে যাওয়া, চার্জ হতে বেশি সময় নেয়ার সমস্যাও দেখা দেয়।
অনেক সময় ভোল্টেজের মিল না থাকলে চার্জার ব্যবহারের কারণে ব্যাটারি ফুলে যাওয়া, চার্জ হওয়ার পরিবর্তে চার্জ কমতে থাকা, ব্যাটারি সেল নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয়ও ঘটে থাকে। যদি ডিভাইসের মূল চার্জার নষ্ট হয়ে যায়, তখন একই ধরনের চার্জার অ্যাডাপ্টার কিনে নেয়া ভালো।